Posts

Eftakhar Ahsan Pial

Image

রাজধানীর পরিবহন ব্যবস্থা নিয়ে অভিযোগের শেষ নেই।

Image
রাজধানীর পরিবহন ব্যবস্থা নিয়ে অভিযোগের শেষ নেই। এমন বিশৃঙ্খলা দেশের আর কোনো জেলায়ও নেই। আবার ঢাকার পরিবহন মালিক শ্রমিকরাই সবচেয়ে বেশি পরিশ্রম করেন। কিন্তু সবাই বিরক্ত এই পরিবহন ব্যবস্থার ওপর। তাই রাজধানীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে পুরো ব্যবস্থাটিই ঢেলে সাজাতে হবে।

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যা যা করবেন

Image
শরীরের Immune System বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবার ও ব্যায়াম বা শরীর চর্চার কোনো বিকল্প নেই। বিশেষজ্ঞগণ গবেষণায় দেখেছেন ওষুধ ছাড়াই আপনি বাড়াতে পারেন আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। আর যাতে শরীরের Immune System শক্তিশালী হয় তার মধ্যে রয়েছে

স্ট্রোক হতে পারে ছোটদের ও – সাবধান হন

Image
অনেকের ধারণা স্ট্রোক শুধু বয়স্কদের হয়। এই ধারণা ভুল। স্ট্রোক বয়স্কদের বেশী হয়। তবে বর্তমানে ছোটদেরও অনেক স্ট্রোক হচ্ছে। প্রতি বছর স্ট্রোকের কারণে

Mood দেখে মনে হলো সহজ না । সে class 5 এ পরে । নাম তার রুমি যাই হোক ।

Image
Hi কি আর বলার থাকে hmm বলার সবই থাকে জীবন টা একদম ভাবনা হিন কেনো না কখন কি হয় জেনেও জানি না । কি তার সমাধান আছে কিন্তু জানি না । এটাই তো সাভাবিক । কিন্তু লাভ নেই মেনে/মান তে হবে । কিন্ত সবাই যদি জান ত কে কোন টা তার তাহলে ভুল করে অন্য জনের টা চাইত না । মানুষ তার যেই টা থাকে সেই টা চাই না । কিন্তু আমার তো কোন টা ছিলো না , তবে আমি কেনো পেলাম না ।

লাল শাড়িতে বিয়ের কনে সেজে বসে আছি।

Image
লাল শাড়িতে বিয়ের কনে সেজে বসে আছি। পার্লার থেকে সাজিয়ে চেহারাটাকে অনেক বেশী সাদা করে দিয়েছে। আমার কাছে আমার নরমাল চেহারাটা দেখতেই ভাল লাগে। লাল কালারের শাড়িটাও ভাল লাগছে না। এটা কারো হৃদয় হরন করে সারা গায়ে রক্ত মেখে থাকার প্রতীক হিসেবে কাজ করছে।

মেয়েটা খুব অস্থির।

Image
মেয়েটা খুব অস্থির। মাথার ভেতর কোন বিষয় ঢুকলে তা সহজে বের করতে পারে না। তাকে বদরাগীও বলা যেতে পারে। এতো রাগ, এতো জেদ, এতো অস্থিরতার উৎস কোথায়? মেয়েটার একটা প্রেমিক আছে।