রাজধানীর পরিবহন ব্যবস্থা নিয়ে অভিযোগের শেষ নেই।
রাজধানীর পরিবহন ব্যবস্থা নিয়ে অভিযোগের শেষ নেই। এমন বিশৃঙ্খলা দেশের আর কোনো জেলায়ও নেই। আবার ঢাকার পরিবহন মালিক শ্রমিকরাই সবচেয়ে বেশি পরিশ্রম করেন। কিন্তু সবাই বিরক্ত এই পরিবহন ব্যবস্থার ওপর। তাই রাজধানীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে পুরো ব্যবস্থাটিই ঢেলে সাজাতে হবে।
নতুন পরিবহন ব্যবস্থায় যাত্রী ওঠা-নামা করার জন্য কোনো মারামারি থাকবে না। পরিবহনগুলো শৃঙ্খলাবদ্ধভাবে যাত্রীদের ওঠাবে এবং গন্তব্যে পৌঁছে দিয়ে আসবে। এছাড়া ঢাকা শহরে ৫টি বাস টার্মিনাল, বাসের জন্য আলাদা লেনসহ প্রায় চার হাজার নতুন বাস নামানো এবং পাঁচ বছরের পুরাতন বাস উঠিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া রাজধানীতে এতোগুলো গণপরিহন কোম্পানি থাকবে না এবং সব পরিবহন কোম্পানিগুলোকে ৫-৬টি কোম্পানিতে নিয়ে আসা হবে।
রাজধানীর পরিবহন সেবায় নতুন এ ব্যবস্থা চালু করা খুবই কঠিন কাজ। তবে আমরা এ কঠিন কাজ আস্তে-ধীরে বাস্তবায়ন করব। এই ব্যবস্থা চালু হওয়ার পর দেখা যাবে এক লেনে চলছে লাল বাস অন্য লেনে সবুজ। আবার অন্য লেনে দেখা যাবে সাদা বাস।
Comments
Post a Comment