আজকের পোস্টে বেশি কিছু লিখবোনা। অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য টিউন করলাম। কিছু সেটিংস লাগবে না। এটা রবির অফিসিয়াল অফার। প্রতিদিন ৩০ এম্বি ফ্রি ফেসবুক ছবিসহ চালাতে পারবেন।
আশা করি সবাই সবার মতো ভালো আছেন। এই সৃষ্টিশীল জগতে কতই না অসম্ভব কিছু ঘটছে। কেউ বাংলাদেশে বসে অনলাইনে UK, USA, Australia ইত্যাদির মতো দেশের সুবিধা নিচ্ছে। আবার কেউ proxy ব্যবহার করে বাংলাদেশ থেকে ইন্দ্রোনেশিয়ার মতো দেশের সুবিধা নিচ্ছে।