ডেটা সেন্টারে অ্যাপলের শতকোটি ডলার
যুক্তরাষ্ট্রের নেভাডায় রিনো’তে নিজেদের ডেটা সেন্টারের আকার দ্বিগুণ করতে শতকোটি ডলার বিনিয়োগ করবে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। ডেটা সেন্টারটিতে আরও অন্তত একশ’ কর্মী নিয়োগ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
You don't want to know anything about me! because I don't know everything. If you know send a message.