Posts

Showing posts with the label Islamic

নফল এবাদতের মানে কি ?

চারিদিকে মাইকের আওয়াজের জন্য বাসার মহিলা ও বয়োবৃদ্ধরা মোটেও এবাদতে মনোযোগ দিতে পারছেনা। আল্লাহ'র রসুল(দ:)আজ রাতে নফল এবাদত করেছেন, যা সবাই অবগত আছেন। তবে এভাবে মাইকে নফল এবাদত আদৌ যায়েজ কিনা --? মাইক আযানের জন্য ব্যবহার হয়, বড় জামায়াতের জন্য ব্যবহার হয়, ওয়ায়েজ মাহফিলে ব্যবহার হয়। মাইক যদি এবাদতে বিঘ্ন ঘটায় তবে তা হিতে বিপরীত হবে। এভাবে কি এবাদত আদৌ উত্তম ----?